ঈশ্বরদীতে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেককাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
আজ বুধবার (৪ জানুয়ারি) সকাল ৭টায় শহরের স্টেশন সড়কে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করার পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো ছাড়াও বিকেল সাড়ে ৪টায় শহরের পোষ্ট অফিস মোড় থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রা উদ্বোধন করেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি নায়েব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, পৌর কমিটির সাধারণ সম্পাদক ইছাহক আলি মালিথা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রাটি স্টেশন সড়ক হয়ে বাজারের ১নং গেটে এসে পথসভা করে শেষ হয়। পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক উপকমিটির সদস্য সাকিবুর রহমান শরীফ কনক, নারী নেতা মাহজেবিন শিরিন পিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময়, সাধারণ সম্পাদক খন্দকার আরমান, পৌর ছাত্রলীগ সভাপতি আবির হাসান শৈশব ও সাধারণ সম্পাদক মারুফ হাসান। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাটা হয় কেক।