ঈশ্বরদীতে ককটেল বিস্ফোরণের অভিযোগে বিএনপির ১৬০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের
—————–
স্টাফ রিপোর্টার।। পাবনার ঈশ্বরদী শহরে ককটেল বিস্ফোরণের অভিযোগে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের ৭ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৬০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
২৩ নভেম্বর’২২ রাতে এসআই শীতল কুমার বাদী হয়ে ঈশ্বরদী থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এই মামলাটি করেন।
থানাসূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর’২২ রাতে ঈশ্বরদী শহরের আইকে রোডে আলহাজ্ব টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের সামনে এই ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৭ জনের নাম উল্লেখ করে মোট ১৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েল ও পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন পৃথক পৃথক ভাবে বলেন, ওইদিন ককটেল বিস্ফোরণের মতো কোন ঘটনায় ঘটেনি। এটি একটি ফরমায়েশী মামলা। আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশে নেতা-কর্মীরা যাতে অংশ নিতে না পারেন, সেই উদ্দেশ্যে এই মিথ্যা মামলা দায়ের করে হয়রানি ও সমাবেশ ব্যাহত করার অপচেষ্টা চালানো হয়েছে।
এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য, সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সিরাজ সরদার বলেন, অনুষ্ঠিতব্য বিভাগীয় সমাবেশ উপলক্ষে উপজেলাজুড়ে বিএনপির নেতা কর্মীরা উজ্জীবিত হয়েছেন। তাঁদের ভয় দেখানোর জন্যই সুপরিকল্পিতভাবে সাজানো ‘নাটক’ মঞ্চস্থ করা হচ্ছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (তদন্ত) হাদিউল ইসলাম জানান, আলহাজ্ব টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের অভিযোগে মামলাটি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।