স্টাফ রিপোর্টার।।
পাবনার ঈশ্বরদী উপজেলায় বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা এবং স্মৃতিভরা স্মরণে ‘জেলহত্যা’ দিবস পালন করেছে ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগ সহ অঙ্গ-সহযোগী সংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
৩রা নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ৮টায় ঈশ্বরদী ষ্টেশন রোডস্থ উপজেলা আওয়ামীলীগ কার্য্যলয়ে জাতীয়, শোক ও সহযোগী সংগঠনের পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু ও প্রয়াত জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তোফা চান্না মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মোঃ রশীদুল্লাহ, সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, সহ- সাধারন সম্পাদক আব্দুল সালাম, মুরাদ আলী মালিথা, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম বিশ্বাস, পৌর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক, সাধারন সম্পাদক ও পৌর মেয়র ইছাহাক আলী মালিথা, প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ সাধারন সম্পাদক আব্দুল বাতেন বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব শহিদুল হক , উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল, পৌর যুবলীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম লিটন, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদ রানা, সদস্য সচিব সজিব মালিথা উপজেলা ছাত্রলীগের সভাপতি তন্ময় মল্লিক সাধারন সম্পাদক খন্দকার আরমানসহ নেতৃবৃন্দ অংশ নেয়।
উল্লেখ, ১৯৭৫ সালের ৩ নভেম্বর কিছু বিপথগামী সেনা কারাগারে জাতীয় ৪ নেতা তাজ উদ্দীন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, কামরুজ্জামান ও এম মনসুর আলীকে গুলি করে নির্মম ভাবে হত্যা করে।
তারপর থেকে প্রতি বছর ৩ নভেম্বর দিনটি জেল হত্যা দিবস হিসাবে পালন করা হয়।