সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ঈশ্বরদীতে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু
————–
এস এম রাজা।। আজ ১৭ অক্টোবর’২২ সারাদেশের ন্যায় ঈশ্বরদীতেও নকলমুক্ত, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ২০২১ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু হয়েছে। এবারে ঈশ্বরদীতে কেন্দ্র হয়েছে দুটি। এগুলো হলো ঈশ্বরদী সরকারি কলেজ ও ঈশ্বরদী মহিলা কলেজ। আজকের পরীক্ষায় ঈশ্বরদীর তিনটি কলেজের ১ হাজার ৪ শ ৫১ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে। কলেজ গুলো হচ্ছে ঈশ্বরদী সরকারি কলেজ, ঈশ্বরদী মহিলা কলেজ ও দাশুড়িয়া কলেজ। এবছর সর্বাধিক পরীক্ষার্থী রয়েছে ঈশ্বরদী সরকারি কলেজের। এই কলেজের মোট ১ হাজার ২ শ ৬৭ জন পরীক্ষার্থী রয়েছে। অন্যদিকে ঈশ্বরদী মহিলা কলেজ থেকে ১ শ ৩৯ জন ও দাশুড়িয়া কলেজ থেকে ৪৫ জন। পরীক্ষা চলাকালীন সময়ে ঈশ্বরদী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ হামিদুর রহমান ও ঈশ্বরদী সরকারী কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম এই প্রতিবেদককে জানান অত্যান্ত সুষ্ঠ, সুশৃঙ্খলভাবে নকলমুক্ত পরিবেশে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহণ করছে।