ভাঙ্গুড়ায় নিউ বড়াল ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য কার্যক্রমের উদ্ধোধন
ভাঙ্গুড়া (পাবনা)প্রতিনিধিঃঐহিত্যবাহি চলনবিল অঞ্চলের তৃণমূল পর্যায়ে মানুষের চিকিৎসা সেবা উন্নতির দৃঢপ্রত্যায়ে পাবনার ভাঙ্গুড়া উপজেলা শহরে সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে অত্যান্ত মনোরম পরিবেশে অত্যাধুনিক যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্ময়ে গঠিত ‘ নিউ বড়াল ডায়াগনস্টিক সেন্টারের স্বাস্থ্য সেবার উদ্ধোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ( ১৩ অক্টোবর)সকাল ১১টায় নব উদ্যোমে আধুনিক সেবার প্রত্যয় নিয়ে উৎসব মুখর পরিবেশে লালফিতা কেটে ‘ নিউ বড়াল ডায়াগনস্টিক সেন্টারে প্রধান অতিথি হিসেবে উদ্ধোধন করেন, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-৩ এর মাননীয় সাংসদ আলহাজ্ব মোঃ মকবুল হোসেন।উদ্ধোধনের সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশ গ্রহণ করেন, যথাক্রমে,ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকি বিল্লাহ, ভাঙ্গুড়া পৌরসভার মেয়র মোঃ গোলাম হাসনাইন রাসেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লোকমান হোসেন।
এ সময় স্বাগত বক্তব্যে ‘ নিউ বড়াল ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ আব্দুল মালেক নান্নু বলেন, ভাঙ্গুড়া অঞ্চলের মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্য সেবা ও নিভূল পরীক্ষা-নিরীক্ষার জন্য এ স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান করা হয়েছে। এখানে এসে আপনারা সকলে এবং আপনাদের প্রিয়জনদের সেবা সূলভ মূল্যে সেবা নিতে পারবেন। তিনি আশা প্রকাশ করে আরোও বলেন, এ প্রতিষ্ঠান থেকে পরিচ্ছন্ন ও দক্ষতার সাথে সেবা গ্রীহিতাদের সর্বোচ্চ সেবা প্রদান করা হবে। অনুষ্ঠানে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও মোনাজাতের মাধ্যমে নিউ বড়াল ডায়াগনস্টিক সেন্টারের সাফল্য কামনা করে দোয়া করা হয়।