ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় সাহিত্য সংস্কৃতি চর্চার মাধ্যমে সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয়ে এ অঞ্চলের নবীণ-প্রবীণ কবি-সাহিত্যিকদের সমন্ময়ে ”কবি সংসদের আত্মপ্রকাশ ঘটেছে।
শনিবার (৮ অক্টোবর) দুপুরে পৌর সদর ভাঙ্গুড়া বাজারস্থ ঐহিত্যবাহী সচেতন সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের মিলনায়তনে প্রবীণ কবি ফকির আব্দুল খালেকের সভাপতিত্বে এবং কবি নুরুজ্জামান সবুজ’র সঞ্চালিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কথা সাহিত্যিক অধ্যাপক আব্দুল মান্নান সরকার, সচেতন সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের সভাপতি আবু সাঈদ বাদশা,
সাহিত্য ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, ফরিদপুর উপজেলার প্রত্যয় সাহিত্য পরিষদের সভাপতি নূরুল ইসলাম বাবলু,ফরিদপুর খেলাঘর শিশু সংগঠনের সভাপতি খন্দকার আশরাফুজ্জামান,কথা সাহিত্যিক অধ্যাপক হাসানুজ্জামান, অধ্যাপক শাহীন মনোয়ার, আব্দুর রশিদ, বিটিবি’র হিজল তমাল অনুষ্ঠানের নিয়মিত শিল্পী শ্রী নির্মল কুমার রায়, শ্রী সত্যেন্দ্রনাথ সরকার, আঃ হান্নান, মেহেদী হাসানসহ প্রায় অর্ধশতাধিক কবি সাহিত্যিক এবং স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সর্ব সম্মতিক্রমে কবি ফকির আব্দুল খালেক কে আহবায়ক এবং কবি নুরুজ্জামান সবুজ কে সদস্য সচিব করে ৩৩জন সদস্য আহবায়ক কমিটি গঠন করে কবি সংসদের আত্মপ্রকাশ ঘটে।