যথাযথ গুরুত্বের সাথে ঈশ্বরদীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
————-
এস এম রাজা।। যথাযথ গুরুত্বের সাথে আজ ৫ অক্টোবর’২২ সারা বিশ্বের ন্যায় ঈশ্বরদীতেও পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখা বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী পৌর মেয়র ইছাহক আলি মালিথা, উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী। শিক্ষক সমিতির সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোক্তার হোসেনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন উপ জেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আরিফ শিক্ষক সমিতি আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, শিক্ষক অধ্যক্ষ আইনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন বিশ্বাস, শিক্ষক ওয়াসিম উদ্দিন, মাসুদ রানা, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন খান প্রমূখ। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো শিক্ষকেই শুরু শিক্ষার রূপান্তর।