ঈশ্বরদীর কৃতি সন্তান ড. হাফেজ আব্দুল জাব্বার খান পিএইচডি অর্জন করায় তাকে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে সংবর্ধনা দিয়েছেন তার বাল্য শিক্ষার হাতে খড়ি ঈশ্বরদীর ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান মাজদিয়া বাবুল উলুম ইসলামিয়া ফাজিল মাদরাসা ও শিক্ষক-শিক্ষার্থীরা। মাওলানা আব্দুল জাব্বার খান শিশু শ্রেণী থেকে ফাজিল (স্নাতক) শ্রেণী পর্যন্ত এ মাদরাসা থেকেই কৃতিত্বপুর্ন ফলাফল অর্জন করেন।
মাজদিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক খানের সভাপতিত্বে গত বুধবার মাদরাসা মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অত্র মাদরাসার অধ্যক্ষ ও আধুনিক রুপকার মাওলানা রফিউদ্দিন খান। মাদরাসার সভাপতি মেহেদী হাসান সরদার।
বক্তব্য রাখেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার আনছারী,স্থানীয় সাড়া ইউপি সদস্য সাইফুদ্দিন খান, আব্দুল করিম, সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক শহীদুল ইসলাম।
এ সময় ড.আব্দুল জাব্বার খান তার গবেষণার বিষয় “খোলাফায়ে রাশেদিনের শাসনামলে মুসলিম রাষ্ট্রে অমুসলিম নাগরিকের অধিকার” উপর আলোচনা এবং তার মাদরাসা জীবনের স্মৃতি চারন করেন। তিনি বলেন এ ডিগ্রি অর্জন করা কষ্ট হলেও অসম্ভব না – মাদরাসার শিক্ষক / শিক্ষার্থী যে কেউ করতে চাইলে আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। পরে তিনি তার গভেষনা সংবলিত বই মাদরাসা লাইব্রেরিতে হস্তান্তর করেন।
ইসলামী লেখক ও গবেষক হাফেজ মাওলানা আব্দুল জব্বার খান পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। এ বছরের (৯ আগষ্ট) কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৫৫ তম সিন্ডিকেট সভায় তার এ ডিগ্রির অনুমোদন দেওয়া হয়।
পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত আব্দুল জাব্বার খান ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের মাজদিয়া গ্রামের মুহাম্মাদ খবীর উদ্দীন খান ও রহিমা খাতুন দম্পতির পুত্র।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ হতে ”খোলাফায়ে রাশেদীন এর শাসনামলে মুসলিম রাষ্ট্রে অমুসলিম নাগরিকদের অধিকার” শীর্ষক বিষয়ের উপর গবেষণায় তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ আকতার হোসেন এর তত্বাবধানে তিনি গবেষণা চালিয়ে এ ডিগ্রি অর্জন করেন।