পিতার সামনেই ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করলো বিশ্ববিদ্যালয় পড়ুয়া পুত্র, পিতা হতবাক
—————-
এস এম রাজা।। পিতার সামনেই মর্মান্তিক ভাবে ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করলো বিশ্ববিদ্যালয় পড়ুয়া পুত্র হাসানুজ্জামান ইমতিয়াজ (২১)। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে আজ ২৪ সেপ্টেম্বর’২২ সকাল সাড়ে ৭টায় আব্দুলপুর রেলওয়ে স্টেশনে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঈশ্বরদী শহরের পিয়ারপুর এলাকার স্থায়ী বাসিন্দা বর্তমানে শহরের শেরশাহ রোডে বসবাসকারী পাবনা জজকোর্টের আইনজীবী ইসাহাক আলী ও তার পুত্র রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ইমতিয়াজ আন্তঃনগর কমিউটার এক্সপ্রেস ট্রেনে রাজশাহী যাবার পথে আব্দুলপুর স্টেশনে ট্রেনটি যাত্রা বিরতি দিলে ইমতিয়াজ নিকটস্থ হোটেলে নাস্তা করতে যায়। এক পর্যায়ে ট্রেনটি হুইসেল দিয়ে যাত্রা শুরু করলে পিতা ইসাহাক তাকে দ্রুত ট্রেনে উঠার জন্য ডাকাডাকি শুরু করে। এসময় ইমতিয়াজ তাড়াহুড়ো করে ট্রেনে উঠতে গিয়ে হাত ও পা ফসকে ট্রেনের চাকার নিচে পড়ে কেটে যায় এবং সঙ্গে সঙ্গেই সে মৃত্যু বরণ করে। এই হৃদয় বিদারক মর্মান্তিক দৃশ্য অবলোকন করে পিতা ইসাহাক আলী বাকরুদ্ধ হয়ে পড়ে। ট্রেনেটি নিজ গন্তব্যে চলে গেলেও মুহূর্তের মধ্যে ঘটে যাওয়া অপ্রত্যাশিত দূর্ঘটনায় হতবাক পিতা ইসাহাক আলী পুত্রের মৃতদেহের পাশে বসে চোখের জল ফেলে বিলাপ করতে থাকে। কে জানতো এক পলকের মধ্যে পুত্রকে নিয়ে স্বপ্ন দেখা তা মিথ্যে হয়ে যাবে? এর উত্তর কোন ভাবেই মিলাতে পারছে না একের পর এক তার জীবনে ঘটে যাওয়া এই আইনজীবী। বিধির বিধানের ওপর দায় ছেড়ে দিয়ে কষ্টের পাহাড় ভারি করা ছাড়া এখন আর তার কি-ই বা করার আছে।
ঘটনার পরপরই আরএনবি’র সদস্যরা ইমতিয়াজের মৃতদেহটি মেইন লাইন থেকে পাশে সরিয়ে রাখে। পরবর্তীতে সংবাদ পেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এব্যাপারে ঈশ্বরদী রেলওয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। এদিকে ইমতিয়াজের মৃত্যুর সংবাদে তার পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।