নির্বাচিত হলে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বরদের মতামত নিয়েই জেলার উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদন করবো
——————–
জেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন
——————
এস এম রাজা।। আগামী ১৭ অক্টোবর’২২ অনুষ্ঠিতব্য পাবনা জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিশ্ব মানবতার মা আওয়ামী লীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন বলেছেন, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান নির্বাচিত হলে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বরদের মতামতকে গুরুত্ব দিয়ে জেলা পরিষদের কর্মকাণ্ড সম্পাদন করবো। আজ ২২ সেপ্টেম্বর’২২ সকালে ঈশ্বরদী আরআরপি কমিউনিটি সেন্টারে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরিকল্পনা বাস্তবায়নে আওয়ামী লীগের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা বেঈমানরা সক্রিয় ছিল। তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রার্থীকে পরাজিত করার জন্য আওয়ামী লীগের অভ্যন্তরে ষড়যন্ত্রকারী মোনাফেকরা সক্রিয় রয়েছে। তাই তাদের ষড়যন্ত্র যাতে সফল না হয় সেদিকে সজাগ দৃষ্টি রেখে আওয়ামী লীগের প্রার্থীকে নির্বাচিত করার আহবান জানান। প্রধান অতিথির বক্তৃতায় পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক রেজাউর রহিম লাল বলেছেন, শেখ হাসিনা মানেই বাংলাদেশ আর বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি আমরা শেখ হাসিনার মাঝে দেখতে পায়। তাঁর কলমের খোঁচায় আব্দুর রহিম পাকন মনোনয়ন পেয়েছেন। সকল ষড়যন্ত্র প্রতিহত করে সারাজীবন জেল জুলুম নির্যাতন সহ্যকারী ত্যাগী এই নেতাকে নির্বাচিত করে সঠিক মূল্যায়ন করতে হবে। বিশেষ অতিথির বক্তৃতায় পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি বলেছেন, কোনরুপ কুট ষড়যন্ত্র কিংবা কুমন্ত্রণায় বিভ্রান্ত না হয়ে আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রার্থী আব্দুর রহিম পাকনকে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করতে হবে। পাবনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি বিশেষ অতিথির বক্তৃতায় বলেন, যারা দলের সিদ্ধান্তের বাইরে ষড়যন্ত্রের পক্ষে কাজ করবে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় দল ঘোষিত জেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থীর প্রতি একাত্মতা ঘোষণা করে বক্তৃতা করেন ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র ইছাহক আলি মালিথা, সাঁড়া ইউপি চেয়ারম্যান ইমদাদুল হক রানা সরদার, পাকশী ইউপি চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু, সাহাপুর ইউপি চেয়ারম্যান এমলাক হোসেন বাবু, ছলিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান বকুল সরদার, মুলাডুলি ইউপি চেয়ারম্যান খালেক মালিথা ও লক্ষীকুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম।
এই মতবিনিময় সভায় পৌর সভার কাউন্সিলর, সকল ইউনিয়নের মেম্বারগণ সহ ১০৭ জন ভোটার ও দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।