ভাঙ্গুড়ায় যাত্রীবেসে অটোরিকসা ছিনতাই
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধিঃপাবনার ভাঙ্গুড়ায় যাত্রীবেসে অটোরিকসায় উঠে(চার্চব্যাটারিচালিত)কৌশলে অটোরিকসাটি নিয়ে পালিয়েছে সংঘবদ্ধ প্রতারক-দুবৃর্ত্তগং।ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার (১৬সেপ্টেম্বর) রাত্রি প্রায় সাড়ে ৭টার দিকে ভাঙ্গুড়া পৌরসদরের বড়াল ব্রিজ রেলস্টেশন বাজার পুরাতন ডাকবাংলো মোড়ে।জানা গেছে, চাটমোহর পৌরসভার মথুরাপুর মহল্লার আব্দুর রাজ্জাকের পুত্র অটোচালক কিশোর স্বপন মিয়া(১২)।
ঘটনার সূত্রে ভাঙ্গুড়া থানা পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে খোঁজ-খবর নিয়ে জানা গেছে, শুক্রবার দুপুর প্রায় ১২টার দিকে দুই ব্যক্তি চাটমোহর রেলবাজার মোড়থেকে তার অটোরিকসাটি যাত্রীবেসে ভাড়া নেয়। চাটমোহর রেলস্টেশন মোড় থেকে অটোরিকসা চালিয়ে বেলা প্রায় দু’টার দিকে ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা বাজারে গিয়ে অটোরিকসা থামিয়ে ঘন্টার অধিক সময় অবস্থান করে। প্রতারক চক্র সন্ধ্যা নামলে অষ্টমনিষা বাজার পুনরায় ভাঙ্গুড়া সদরের দিকে যাত্রা করে রাত্রি প্রায় সাড়ে সাতটার দিকে শহরের শরৎনগর বাজার পুরাতন ডাকবাংলো চত্বরে পৌঁছায়। ওই সময় যাত্রীদের একজন চালক স্বপন মিয়ার কাছ থেকে অটোরিকসার চাবি নিয়ে গাড়িতেই বসে থাকে। এ সময় অন্য একজন যাত্রী অটোচালক স্বপন মিয়াকে চা খাওয়ার কথা বলে বড়াল বেইলি সেতুর উপর দিয়ে পশ্চিম পাড়ে নিয়ে যায়। এই সুযোগেই প্রতারক চক্র কৌশলে তাঁর অটোরিকশাটি চালিয়ে অজানার উদ্দ্যেশে চম্পট দেয়।ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মুঃ ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রতারক-দুবৃর্ত্তদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।