ঈশ্বরদীতে উত্তেজিত শিক্ষকের চেয়ারের আঘাতে আহত হয়েছেন অপর দুই শিক্ষক
————ক
এম এন সরদার।। উত্তেজিত এক শিক্ষকের ছুড়ে মারা চেয়ারের আঘাতে আহত হয়েছেন অপর দুই শিক্ষক। ঘটনাটি ঘটেছে গত ৩১ আগস্ট’২২ সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলা রোডস্থ বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখা কার্যালয়ে। জানা গেছে, নব গঠিত কার্যনির্বাহী কমিটির সভায় অডিট কমিটি সহ বিভিন্ন উপকমিটি গঠন নিয়ে আলোচনার এক পর্যায়ে মাজদিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক হাসানুজ্জামান সরকার ও কালিকাপুর আব্দুল জব্বার হাইস্কুলের সহকারী শিক্ষক ও শিক্ষক সমিতি আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন’র সাথে অডিট কমিটির সদস্যদের তালিকা প্রনয়ণের বিষয়ে মতবিরোধ দেখা দিলে চরম উত্তেজনা সৃষ্টি হয়। বাকবিতন্ডা চলাকালে হাতাহাতির এক পর্যায়ে হাসানুজ্জামান সরকার ইব্রাহিম হোসেনকে লক্ষ্য করে একটি কাঠের চেয়ার ছুড়ে মারলে মানিকনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান ও এয়ারপোর্ট একাডেমির প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি রেজাউল ইসলাম রকি আহত হয়। এসময় উপস্থিত অন্যান্য শিক্ষকবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এব্যাপারে শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফজলুল হক ও সাধারণ সম্পাদক মুক্তার হোসেনকে জিজ্ঞাসা করা হলে তারা ঘটনার সত্যতা স্বীকার করেন এবং বিষয়টি দুঃখজনক বলে আগামী কার্যনির্বাহী কমিটিতে এই বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। এদিকে মানুষ গড়ার কারিগর হিসেবে সমাজে স্বীকৃত শিক্ষকের এমন ধরনের নেক্কারজনক আচরণে সর্বত্র নিন্দার ঝড় উঠেছে। শিক্ষক সমাজের কাছে এধরণের উগ্রতা ও জংলী আচরণ একে বারেই অপ্রত্যাশিত বলে অভিজ্ঞ মহল মনে করেন।