ঈশ্বরদীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে চারজন আহত
————————————————————————–
ঈশ্বরদী উপজেলা সংবাদদাতা।। আজ সকাল আনুমানিক ১১ টায় ঈশ্বরদী উপজেলার লক্ষিকন্ডা ইউনিয়নের চর কুরুলিয়া গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে চারজন আহত হয়েছে। আহতরা হচ্ছে রন্টু প্রামাণিকের ছেলে লালন (৩০) আব্দুস সামাদের ছেলে রাব্বি (২২) আব্দুস সামাদ( ৪২) ও তার স্ত্রী কল্পনা(৩৬)। এদের মধ্যে লালনের অবস্থা আশঙ্কাজনক।
জানাগেছে, উল্লেখিত এলাকার মুকুল সরদার গং ও তালেব মোল্লা গং এর মধ্যে ৬শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আজ সকালে সশস্ত্র অবস্থায় তালেব মোল্লা গং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোর পূর্বক ঐজমি দখল করতে গেলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় তালেব গংদের ধারালো অস্ত্রের আঘাতে লালন গুরুতর আহত হয়। অন্যরা লোহার পাইপ ও লাঠির আঘাতে আহত হয়। সংঘর্ষের পর তাদের উদ্ধার করে পাবনা জেলা রেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। লালনের অবস্থা আশংকাজনক।
এব্যাপারে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ঘটনা শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্হা গ্রহণ করা হবে। আহতদের পক্ষে রাব্বি জানান, মামলার প্রস্তুতি চলছে।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।