চাটমোহর প্রতিনিধি।। পাবনার চাটমোহর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের সাথে বৃহস্পতিবার (১১ আগস্ট) মতবিনিময় করেছেন। উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ মাস্টার।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান রজব আলী বাবলু, রাশেদুল ইসলাম বকুল, নুরজাহান বেগম মুক্তি, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক অশোক চক্রবর্তী, সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জয়দেব কুন্ডু, সেন্ট রীটাস হাইস্কুলের প্রধান শিক্ষক সিস্টার রীনা খ্রীস্টিনা কোড়াইয়া উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম, কৃষকলীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আব্দুল মমিন সরকার, খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধি পলাশ ডি কস্তা, শালিখা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা বেগম, সিনিয়র সাংবাদিক এস এম হাবিবুর রহমান প্রমূখ।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সততা ও নিষ্ঠার সাথে তাঁর দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করে বলেন, জনপ্রতিনিধিদের সরকারের সকল উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে আন্তরিক হতে হবে। উন্নয়নমূলক কাজে আমার পূর্ণ সহযোগীতা থাকবে। তিনি আরো বলেন, আমি সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই, এজন্য আপনাদের সকলের সর্বাত্মক সহযোগীতা চাই। উল্লেখ্য, গত ৮ আগষ্ট চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মোছাঃ মমতাজ মহল যোগদান করেছেন।