কবি ইদ্রিস আলী ছিলেন একজন সাদা মনের মানুষ, মৃত্যুবার্ষিকীতে বললেন বক্তাগণ
—————
মুনমুন আক্তার।।
কবি ইদ্রিস আলী’র ২য় মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে সকল বক্তায় একবাক্যে বলেছেন যে, কবি ইদ্রিস আলী ছিলেন একজন সাদা মনের মানুষ। তিনি তার জীবদ্দশায় ফোল্ডার পত্রিকার মাধ্যমে অসংখ্য কবির আত্মপ্রকাশ ঘটিয়ে গেছেন।
তিনি ছিলেন বিষয় বৈভবের প্রতি একজন নির্লোভ সাহিত্যপ্রেমী মানুষ। নিজের অর্থ ব্যয় করে পত্রিকা প্রকাশ করেছেন কিন্তু কখনো কারো আর্থিক সহায়তা প্রত্যাশা করেননি।
আজ ২১ জুন’২২ বিকেলে পাবনা প্রেসক্লাব ভিআইপি মিলনায়তনে সাহিত্য ও বিতর্ক ক্লাব আয়োজিত আলোচনাসভা, নিবেদিত কবিতা পাঠ ও দোয়ার মাহফিল অনুষ্ঠানে বক্তাগণ উপরোক্ত কথাগুলো বলেন।
তিনভাগে বিভক্ত এই অনুষ্ঠানের নিবেদিত কবিতা পাঠ পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এডভোকেট বার সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইজীবি মির্জা আজিজুর রহমান, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংসন সম্পাদক, ডিডিপির চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক কবি কলামিষ্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফি সাধক গুরুজী এস এম রাজা, দৈনিক সিনসা’র নির্বাহী সম্পাদক আমিনুর রহমান খান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক শামস সুমন।
সভাপতিত্ব করেন জেলা কৃষকলীগের সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।
দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ (অবঃ) আলহাজ্ব মাহাতাব উদ্দীন বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল করিম, সহযোগী অধ্যাপক মোঃ আক্তার জামান ও কবি ইদ্রিস আলী’র ছেলে আলমগীর সম্রাট।
সভাপতিত্ব করেন সাহিত্য ও বিতর্ক ক্লাব পাবনা’র সভাপতি, সাঁথিয়া মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ড. মনসুর আলম। সঞ্চালনা করেন যথাক্রমে দৈনিক সিনসা’র সম্পাদক এস এম মাহাবুব আলম ও বাচিক শিল্পী আসাদ বাবু।
অনুষ্ঠানে মরহুম কবির কর্মময় জীবনীর উপর আলোচনা ও কবিতা পাঠ করেন অধ্যক্ষ এনামুল হক টগর, সাবেক অধ্যক্ষ জিয়াউল হক জিয়া, অধ্যক্ষ জেবুননেছা ববিন, ইন্সট্রাক্টর আলী আকবর, প্রভাষক মোহাম্মদ আলী, আবৃত্তি প্রশিক্ষক রওসন রুশো, সাংবাদিক ও কবি শফিক আল কামাল, উত্তরণ পাবনা’র সভাপতি আলমগীর কবির হৃদয়, পথ সাহিত্য সংসদ’র সাধারণ সম্পাদক মীর ফজলুল করিম বাচ্চু, আছিয়াবের পরিচালক আব্দুস সামাদ, সাংবাদিক আব্দুল কাদের মাষ্টার, কবি অশ্রুসাগর আনোয়ার, কবি মঞ্জুরুল ইসলাম, আবৃত্তিকার মোস্তাক আহমেদ প্রিন্স, কবি মমতাজ রোজ কলি, কবি আজিজা পারভীন, কবি মরিয়ম বেলারুশি, কবি মধুসুদন মজুমদার, খান আনোয়ার হোসেন প্রমুখ।
দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন পেস ঈমাম আলহাজ্ব মাওলানা ইউনুস আলী খান। অনুষ্ঠানে সাংবাদিক, কবি, সাহিত্যিক সহ বিভিন্ন পর্যায়ের সুধিজন উপস্থিত ছিলেন।