এস এম রাজা।।
অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত পাবনা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম বলেছেন
ঈশ্বরদী একটি অতি জনগুরুত্বপূর্ণ এলাকা। এখানে সরকারের মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের সুবাদে ঈশ্বরদীতে ৫ হাজারের মতো বিদেশী নাগরিক বসবাস করে। এদের নিরাপত্তা প্রদানসহ ঈশ্বরদীর জননিরাপত্তা নিশ্চিত করতে পাবনা জেলা পুলিশ সর্বত সচেষ্ট ও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
ঈশ্বরদীর মানুষ আইন শৃঙ্খলা পরিস্থিতি অতীতের চেয়ে এখন যথেষ্ট সুবিধাজনক অবস্থানে আছেন এবং এর সুফলভোগ করছেন। তবে মাদকটাকে আমরা পুরোপুরি নির্মূল করতে সক্ষম হইনি। তিনি বলেন, মাদক নির্মূলের ব্যাপারে আমাদের কঠোর অবস্থান অটুট রয়েছে। মাদকের সাথে আমাদের কোনো আপোস নেই।
ঈশ্বরদী থানার ওসি মোঃ আসাদুজ্জামান’র বদলি জনিত বিদায় ও নবাগত ওসি অরবিন্দ সরকার’র বরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পাবনা জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মোঃ ফজলুর রহমান, বিদায়ী ওসি আসাদুজ্জামান, নবাগত ওসি অরবিন্দ সরকার,
ঈশ্বরদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ,পরিদর্শক মোঃ রুহুল আমীন,
ঈশ্বরদী ট্রাফিক পুলিশের ইনচার্জ,পরিদর্শক মোঃ আরিফুল ইসলাম, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, এস আই শফিউল ইসলাম, এ এস আই সাফিরুল ইসলাম প্রমূখ।
এর আগে বিদায়ী ও নবাগত ওসিদ্বয়কে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হাদিউল ইসলাম।
অনুষ্ঠানে জেলা পুলিশের সদস্যবৃন্দ,মিডিয়া কর্মী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।