ঈশ্বরদীতে প্রয়াত আওয়ামী লীগ নেতা ও প্রথম পৌর প্রশাসক ফকির মোঃ নুরুল ইসলামের মৃত্যু বার্ষিকী পালিত
——————————-
মুনমুন আক্তার।। আজ ৩০ ডিসেম্বর’২১ সকালে
ঈশ্বরদীর পৌর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আহবায়ক ও প্রথম পৌর প্রশাসক ফকির মোঃ নুরুল ইসলামের ৭ম মৃত্যু বার্ষিকী যথাযথ গুরুত্ব ও মর্যাদার সাথে পালন করা হয়েছে। ঈশ্বরদী নাগরিক কমিটি আয়োজিত এই মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে স্মৃতিচারণ,আলোচনা ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক ও চেতনায় ঈশ্বরদী’র ভারপ্রাপ্ত সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টুর সভাপতিত্বে এবং সদস্য সচিব ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণের সঞ্চালনায় বক্তৃতা করেন
বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই মঞ্জু চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা ই ম শহীদুল ইসলাম,পাবনা জেলা জাসদের সাধারণ সম্পাদক রশিদুল আলম বাবু, ঈশ্বরদী উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক কবি মুরাদ আলী মালিথা, বীরমুক্তিযোদ্ধা গোলাম মাহমুদ বুলবুল, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সভাপতি আব্দুর রহমান মিলন প্রমূখ। উক্ত অনুষ্ঠানে বক্তারা প্রয়াত ফকির মোঃ নুরুল ইসলামের বর্ণাঢ্য রাজনৈতিক, সামাজিক ও কর্ম জীবনের উপর বিস্তারিত আলোচনা করেন।