বিরতিহীন অভিযান।।২৪ ঘন্টার মধ্যে চুরি হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার
——————————————————————–
এস এম রাজা।। বিরতিহীন অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টার মধ্যে চুরি হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। জানা গেছে, গত ১৭ নভেম্বর’২১ আনুমানিক রাত দুইটার দিকে একটি সংঘবদ্ধ দুর্ধর্ষ চোরের দল দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দাশুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বিশিষ্ট কণ্ঠশিল্পী বকুল সরদারের বাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে লাইসেন্সকৃত একটি শর্টগান, ৩১ রাউন্ড গুলি, দুই ভরি স্বর্ণ, দুইটা মোবাইল ও নগদ অর্থ সহ প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। সকালে ঘুম থেকে ওঠার পর ঘটনাটি টের পেয়ে বকুল সরদার ঈশ্বরদী থানায় জানালে বিষয়টি থানা পুলিশ অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনায় এনে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীরের নেতৃত্বে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান, পরিদর্শক (তদন্ত) হাদিউল ইসলাম সহ একটি বিশেষ চৌকস পুলিশ টিম নিরবিচ্ছিন্ন ও বিরামহীন অভিযান পরিচালনা করে ঈশ্বরদী উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত রফিজ উদ্দিন বিশ্বাসের ছেলে স্বপন বিশ্বাসকে গ্রেফতার করতে সক্ষম হয়।তাকে জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে তার স্বীকারোক্তি ও দেখানো মতে ১৮ তারিখ সকালে ঈশ্বরদী পৌর এলাকার বাবু পাড়ার একটি বাগান থেকে চুরি হওয়া শর্টগান ও ৩১ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়। চুরি হওয়া অন্যান্য মালামাল উদ্ধারের প্রচেষ্টা চালানো হচ্ছে বলে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর জানিয়েছেন।এব্যাপারে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।