ঈশ্বরদীর জয়নগরে লালন স্মরণ উৎসবে এস এম রাজা ————————————————————————–আত্মশুদ্ধী ব্যাতিত প্রকৃত মানুষ হওয়া সম্ভব নয়
মুনমুন আক্তার।। গত ১ নভেম্বর ২০২১ রাতে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়ন এর জয়নগর পূর্ব পাড়া গ্রামে বাউল সম্রাট ফকির লালন স্মরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংসন সম্পাদক, ডিডিপি’র চেয়ারম্যান,প্রথিতযশা সিনিয়র সাংবাদিক, কবি, কলামিস্ট, গীতিকার, সুরকার, সংগঠক, সমাজসেবক ও শিল্পী গুরুজী এসএম রাজা। শুভেচ্ছা বক্তব্য রাখেন রিপন সরকার, রহিম দেওয়ান। সভাপতিত্ব করেন ডিডিপি আওতাপাড়া বাউল শিল্পীগোষ্ঠীর সঙ্গীত পরিচালক আমজাদ হোসেন। পরে সংগীতানুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন এস এম রাজা, আমজাদ বাউল, রুমানা সরকার, তরিকুল ইসলাম, ইলিয়াস, জয়নুদ্দিন, আবুল কালাম, জামাল হোসেন, মিলন বাউল, বলায় কর্মকার, বিনয়, বকুল সরদার, আসাদ, আলম কসাই, রেমিন মাহমুদ ও রকি মন্ডল। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সুবল কুমার পাল, রেমিন মাহমুদ।
প্রধান অতিথির বক্তৃতায় জনাব এস এম রাজা বলেন, মহাত্মা লালন সাঁইজীর অমরবাণী অসাম্প্রদায়িক চেতনাকে জাগ্রত করে। মানবতাবাদী এই মহামানব অন্ধকার থেকে মানুষকে আলোর পথে আসবার পথ দেখিয়েছেন।
তিনি বলেন, ধর্ম কর্ম সকল কিছু মানুষের জন্য তাই আগে মানুষ হতে হবে। আকৃতির মানুষ কখনও শুদ্ধ মানুষ নয়, প্রকৃতির মানুষ হলো শ্রেষ্ঠ মানুষ। আর এজন্য প্রয়োজন আত্মশুদ্ধি কারন আত্মশুদ্ধি ব্যাতিত প্রকৃত মানুষ হওয়া সম্ভব নয়।