হাজারো স্বজনের শ্রদ্ধা ও ভালোবাসায় বাঘইলের মাটিতেই বাবা-মা’র পাশে অদেখা জগতের বাসিন্দা হলো সঞ্জু খান
————–
এস এম রাজা ।। হাজারো ভক্ত অনুরাগী স্বজনের অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসায় বাপ-দাদার পৈতৃক নিবাস বাঘইলের মাটিতেই অনন্তকালের অদেখা জগতের বাসিন্দা হলেন পাকশীর কৃতিসন্তান আকরাম আলী সঞ্জু খান।
আজ ২৬ সেপ্টেম্বর’২১ বাদ জোহর ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল কেন্দ্রীয় ঈদগাহ ও গোরস্থানে দ্বিতীয় নামাযে জানাজা শেষে তার লাশ দাফন করা হয়। নামাযে জানাজায় আগত মুসুল্লিদের উদ্দেশ্যে সঞ্জু খানের বিভিন্ন কর্ম বৈশিষ্ট্য ও গুনাবলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার,সঞ্জু খানের ভাই আশরাফ আলী খান মঞ্জু এবং দুই ছেলে রাহাবার খান শেহরান ও ফারদিন খান। জানাজায় উল্লেখ যোগ্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা জেলা জামাইয়াতে ইসলামের আমীর আবু তালেব মন্ডল,সাবেক অর্থ মন্ত্রী সাইফুর রহমানের পুত্র নাসের হোসাইন,পাবনা পৌর সভার সাবেক মেয়র কামরুল হাসান মিন্টু,লালপুর উপজেলার সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, পাবনা জেলা বিএনপির সাবেক আহবায়ক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান তোতা, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম হবিবুল, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য সাঈফুল আলম বাবু মন্ডল, পাকশী ইউপি চেয়ারম্যান এনামুল হক এনাম বিশ্বাস, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু,
সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল বাতেন,বিএনপি নেতা জিয়াউল ইসলাম সন্টু সরদার, এস এম ফজলুর রহমান, ঈশ্বরদী উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী টনি বিশ্বাস, সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, ঈশ্বরদী পৌর যুবদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন জুয়েল সহ সর্বদলীয় নেতা কর্মী সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া প্রতিষ্ঠান ও গণমাধ্যম কর্মীরা। জানাজা নামাযের পূর্বে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে প্রয়াত সঞ্জু খানের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
উল্লেখ্য, পাকশী রিসোর্টের সত্ত্বাধিকারী বিশিষ্ট শিল্পপতি লেখক কবি ও গল্পকার বিএনপি নেতা আকরাম আলী খান সঞ্জু গত ২৪ সেপ্টেম্বর’২১ রাত পোনে ১২টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তার প্রথম নামাযে জানাজা অনুষ্ঠিত হয় ২৫ সেপ্টেম্বর’২১ বাদ জোহর বনানী ডিওএইচ মাঠে।
সঞ্জু খানের অন্তীম ইচ্ছা বাস্তবায়ন হিসেবে পৈতৃক নিবাস বাঘইলের মাটিতে বাবা-মা’র কবরের পাশে তাকে কবর দেয়া হলো।