ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন ,
উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের সভাপতি প্রার্থী ইছাহক সাধারণ সম্পাদক কনকের নাম ঘোষণা
———
এম এন সরদার।।
আজ ২৩ সেপ্টেম্বর’২১ দুপুরে সাবেক ভূমি মন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর বাসভবনে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে আগামী ২৯ সেপ্টেম্বর’২১ অনুষ্ঠিতব্য ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে (একাংশ)-এর সভাপতি পদে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র ইছাহক আলী মালিথা এবং সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য সাবেক ভূমি মন্ত্রী প্রয়াত আলহাজ্ব শামসুর রহমান শরীফ ডিলু এমপির পুত্র সাকিবুর রহমান শরীফ কনকের নাম ঘোষণা করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকলেসুর রহমান মিন্টু প্রার্থী বলে জানানো হয়। ঈশ্বরদী উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রয়াত ভুমিমন্ত্রীর সহধর্মিনী মিসেস কামরুন্নাহার শরীফ প্রার্থীদের নাম ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান মিন্টু, ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র ইছাহক আলী মালিথা, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য সাকিবুর রহমান শরীফ কনক, কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য রফিকুল ইসলাম লিটন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদুল আলম ফরিদ, সাংগাঠনিক সম্পাদক জহুরুল হক পুনো প্রমূখ।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, গভীর ষড়যন্ত্রের মাধ্যমে আগামী ২৯ সেপ্টেম্বর’২১ ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারা বলেন, ষড়যন্ত্র কিংবা প্রতিহিংসা নয় প্রতিযোগীতার মাধ্যমে সম্মেলনে তৃণমূলের ভোটে নেতা নির্বাচিত হবে। অনুষ্ঠিতব্য সম্মেলনের পোষ্টারে বর্তমান সাধারণ সম্পাদকের নাম না রাখার কারণে তীব্র সমালোচনা ও নিন্দা জ্ঞাপন করা হয়। ঈশ্বরদীর আওয়ামী লীগে কোন দ্বিধাবিভক্তি প্রত্যাশিত নয়।ঐক্যবদ্ধ সম্মেলন অনুষ্ঠানের মাধ্যমে আগামী ৩ বছরের জন্য যোগ্য নেতা নির্বাচন করে জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে হবে। সংবাদ সম্মেলনে মুলাডুলি ইউপি চেয়ারম্যান সেলিম মালিথা, আওয়ামী লীগ নেতা জুলমত হোসেন, আব্দুল হান্নান, আকাল উদ্দিন সরদার, আতিয়ার রহমান ভোলা, নায়েক আব্দুল কাদের, উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি, সাধারণ সম্পাদক সুমন দাস, সাবেক ভিপি আসাদুর রহমান বিরু, কলেজ ছাত্রলীগের সভাপতি খন্দকার আরমানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন সমূহের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।