মুনমুন আক্তার।। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অসংখ্য মুক্তিযোদ্ধার আশ্রয়দাতা ও খাদ্য সরবরাহকারী মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীন রাজনীতিবিদ আলহাজ্ব খোরসেদ আলী মালিথা (১০২) আর নেই।
আজ ৫ সেপ্টেম্বর’২১ সকাল সাড়ে ৮ টায় বার্ধক্য জনিত কারণে তিনি নিজ বাড়ি ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের পতিরাজপুরে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহির রাজিউন)। তাঁর মৃত্যুতে পরিবার পরিজন আত্মীয় স্বজন এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে পৃথক পৃথক শোক বাণীতে মুক্তিযুদ্ধের সংগঠক ও প্রবীন রাজনীতিবিদ খোরসেদ আলী মালিথার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী পৌর মেয়র ইছাহক আলী মালিথা, ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাপ্তাহিক জংসন সম্পাদক ও ডিডিপির চেয়ারম্যান এস এম রাজা, এমপি পুত্র যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস, পাবনা জেলা পরিষদ সদস্য শফিউল আলম বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা কৃষক লীগের সভাপতি ফজলুর রহমান মালিথা, শ্রমিক লীগ সম্পাদক ইব্রাহিম হোসেন, ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক সজীব মালিথা, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মিন্টু, দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান বকুল সরদার, সলিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, সাপ্তাহিক জংসনের উপদেষ্টা সম্পাদক আব্দুস সাত্তার মন্ডল, ডিডিপির পরিচালক (প্রশাসন) ইব্রাহিম হোসেন, ডিডিপি সাহিত্য সংঘের পরিচালক এ এইচ টি আব্দুর রাজ্জাক প্রমূখ।