ঈশ্বরদীতে প্রাইভেট ক্লিনিক এন্ড অনার্স এসোসিয়েশনের কমিটি গঠন
———
শামীম সভাপতি শিমুল সম্পাদক রানা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত
————-
মুনমুন আক্তার।। গত ৩১ আগষ্ট’২১ দুপুরে ঈশ্বরদীতে প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক অনার্স এসোসিয়েশনের একসভা ফুড গার্ডন পার্টি সেন্টারে আলো জেনারেল হাসপাতালের স্বত্ত্বাধিকারী ডাঃ মোঃ শফিকুল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন এসোসিয়েশনের পাবনা জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম শফিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসোসিয়েশনের পাবনা জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হারুন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, অর্থ সম্পাদক সাঈদুর রশিদ খান পিন্টু, প্রচার সম্পাদক মিজানুর রহমান শরিফ, নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ পলাশ, শিমুল বিশ্বাস, আব্দুল জব্বার, একে আজাদ, জসিমউদ্দীন খান মতিন। পরে আলো জেনারেল হাসপাতালের স্বত্ত্বাধিকারী ডাঃ মোঃ শফিকুল ইসলাম শামীমকে সভাপতি, রূপসী বাংলা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের স্বত্ত্বাধিকারী মোঃ শিমুল বিশ্বাসকে সাধারণ সম্পাদক ও রূপপুর মেডিকেয়ারের স্বত্ত্বাধিকারী ইঞ্জিনিয়ার একেএম ওহাব রানাকে সাংগঠনিক সম্পাদক করে
বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক অনার্স এসোসিয়েশন ঈশ্বরদী উপজেলা শাখার ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন সিনিয়র সহ সভাপতি হাসিনুর রহমান সেলিম, সহ সভাপতি আতাউর রহমান বাবলু, সহ সাধারণ সম্পাদক হোসনেয়ারা
জলি, সহ সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দীন খান মতিন, অর্থ সম্পাদক এলাহী বক্স, প্রচার সম্পাদক উজ্জ্বল হোসেন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, কার্যকরি সদস্য একে আজাদ, নুরুল ইসলাম, বাবুল আক্তার, মোঃ রূপক ও জাহাঙ্গীর আলম। অন্যদিকে, ডাঃ আসমা খান, ডাঃ মাহাবুবুর রহমান, ডাঃ সাঈদুল ইসলাম, ডাঃ মনিরুজ্জামান মানিক, ডাঃ কেসি দত্ত, ডাঃ আনজুমানারা ডানা, ডাঃ সাঈদ হাসান জামিকে উপদেষ্টা করে ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।