ঈশ্বরদীতে রিক্সা অটোরিক্সা ও সিএনজি চালকদের সাথে নৈশকালিন অপরাধ দমনে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত
——————————————————————–
এম এন সরদার।। আজ ২৮ আগস্ট’২১ রাতে খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে ঈশ্বরদী থানার উদ্যোগে নৈশকালিন চলাচলকারি রিকশা অটোরিকশা ও সিএনজি চালক ও যাত্রীদের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এমতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তৃতা করেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির। সভাপতিত্ব করেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মোঃ আসাদুজ্জামান। সঞ্চালনা করেন পুলিশ পরিদর্শক তদন্ত হাদিউল ইসলাম।
প্রধান অতিথির বক্তৃতায় ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির বলেন, উল্লেখিত যানবাহনের চালকদের অসচেতনতা ও সরলতার কারণে প্রকৃত যাত্রীদের পাশাপাশি যাত্রীবেশী অপরাধীরা সিএনজি অটো বাইক ও রিকশা ভাড়া করে নিয়ে গিয়ে সুযোগ বুঝে চালকদের হত্যা করে এ সমস্ত যানবাহনগুলো চুরি অথবা ছিনতাই করে নিয়ে যায়। প্রায়ই এ ধরনের দুর্ঘটনার সংবাদ পাওয়া যাচ্ছে। তিনি অর্থের লোভে প্রকৃত যাত্রী কিনা নিশ্চিত না হয়ে যে কোন ব্যক্তিকে যাত্রী হিসেবে তাদের বাহনে না তোলার পরামর্শ দিয়ে সন্দেহভাজন কাউকে লক্ষ্য করলে তড়িত্গতিতে পুলিশ প্রশাসনকে অবহিত করার জন্য আহ্বান জানান।
সভাপতির বক্তৃতায় ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ঈশ্বরদীতে চলাচলকারি রিকশা অটোরিকশা ও সিএনজি চালকদের অবশ্যই সাংগঠনিক কাঠামোর মধ্যে আসতে হবে এবং সংগঠন থেকে অনুমোদন প্রাপ্ত বৈধ চালকরা কেবল তাদের বাহন চালাতে পারবে। এজন্য থানা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। তিনি আরো বলেন, সংগঠনের নামে যেন কোন প্রকার অবৈধ চাঁদাবাজি না করা হয়। চালকদের কল্যাণে যাত্রীদের নিরাপত্তায় এককথায় চালক এবং যাত্রীদের নিরাপত্তা ও সাচ্ছন্দে গমনাগমনের সুবিধার্থে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করার উপরে তিনি গুরুত্বারোপ করেন।
উভয় বক্তা নৈশকালীন অপরাধপ্রবণতা দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সকল যানবাহন চালকদের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন।
মত বিনিময় সভায় চালকদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সমস্যার কথা উত্থাপন করা হলে বক্তারা তা সমাধানের আশ্বাস দেন।