জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত
——————————————————————- স্টাফ রিপোর্টার ।।আজ ২৮ আগস্ট’২১ সকালে ঈশ্বরদী উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরে জাতীয় মৎস্য সপ্তাহ’২০২১উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভার আয়োজন করা হয়। ঈশ্বরদী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। ঈশ্বরদী উপজেলা সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক রেজাউল ইসলাম এবং এনএটিপি প্রকল্পের সম্প্রসারন কর্মকর্তা জাকিয়া সুলতানা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। সিনিয়র মৎস্য কর্মকর্তা ও খামার ব্যাবস্হাপক সপ্তাহের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা করেন। তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সপ্তাহ ব্যাপী গৃহীত কর্মসূচি অর্থাৎ আজ ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে তা উপস্হাপন করেন। কর্মসূচি নিম্নরূপঃ প্রথম দিন উপজেলার জনবহুল স্থানে ও উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাইকিং এবং ব্যানার ফেস্টুনের মাধ্যমে ব্যাপক প্রচারণা এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা। ২৯ আগস্ট উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে, উপজেলা পরিষদ পুকুরে ও উপজেলা মৎস দপ্তরে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান, উপজেলায় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতির বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষী ও মৎস্যজীবীদের সাথে স্বাস্থ্য বিধি অনুসরণ পূর্বক মতবিনিময়। চতুর্থ দিন উপজেলা মৎস্য দপ্তরের গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্যচাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা। পঞ্চম দিন পাকশী ইউনিয়ন পরিষদে উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্যচাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন। ষষ্ঠ দিন সুফলভোগীদের প্রশিক্ষণ ও বিভিন্ন উপকরণ বিতরণ। সপ্তম দিনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তা গনের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তা গনের মত বিনিময় ও মৎস্য সপ্তাহের সমাপনী।জাতীয় মৎস্য সপ্তাহের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দুর করি।