ইসমাইল হোসেন বাবু,কুষ্টিয়া: দেশের করোনা কালিন সংকটময় পরিস্থিতি মোকাবেলায়,সামাজিক দূরত্ব বজায় রেখে কুষ্টিয়ার ভেড়ামারায় হত দরিদ্র নিম্নবিত্ত কর্মহীন ও ছিন্নমুল অসহায় দিনমজুর পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ সামগ্রী বিতারন করেন রাষ্টীয় মালিকানাধীন ভেড়ামারা ৪১০ মেঃওঃ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত বৃহঃস্পতিবার (১২ আগষ্ট) সকাল ১১টার সময় ভেড়ামারার বিদ্যুৎ কেন্দ্রের প্রধান গেটের সমানে নর্থ ওয়েষ্টে পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের পরিচালক মোঃ সদরুল ইসলাম দুই হাজার কর্মহীন নারী-পূরুষদের মাঝে ১০কেজি করে চাল, ডাল, আলু, তেল ও চিড়া বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন,ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলার নির্বাহী অফিসার দীনেশ সরকার। বাহিরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোছাঃ রওশান আরা সিদ্দীক। বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম সহ অত্র বিদ্যু কেন্দ্রের অন্যান্য কর্মকর্তাগণ ।
ভেড়ামারা ৪১০ মে:ও: নর্থ ওয়েষ্টে পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের পরিচালক মোঃ সদরুল ইসলাম ও প্রধান প্রকৌশলী মোশাররফ হোসেন বলেন, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র এ করোনায় আক্রান্ত জনগণের চিকিৎসা সেবা প্রদানের সুবিধার্থে ৫ টি অক্সিজেন কনসেনট্রেটর এবং অত্র এলাকার গরিব ও অসহায়দের মাঝে ভ্যান ও সেলাই মেশিন ও বিতারন করা হয়।
উল্লখ্যে, এর আগে নর্থ-ওয়স্টে পাওয়ার জেনারশেন কোম্পানি লিঃ এর আওতাধীন ভেড়ামারা ৪১০ মেঃ ওঃ কম্বাইন্ড সাইকলে বিদ্যুৎ কন্দ্রেরে উদ্যোগে কোভিড-১৯ মোকাবলোয় গরীব ও অসহায় জনগণরে সাহার্য্যাথে প্রায় ১৫০০ বস্তা খাদ্যসামগ্রী বিতরণ কর হয়েছে। বিভিন্ন সময় অত্র বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব ল্যাবে তৈরীকৃত প্রায় নয় হাজার (৯০০০) বোতল হ্যান্ড স্যানিটাইজার বিভিন্ন প্রতিষ্ঠানে করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে বিতরণ করা হয়েছে।
এছাড়াও নর্থ ওয়স্টে পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এর পক্ষ থেকে কোভিড-১৯ এ আক্রান্ত জনগণের চিকিৎসা সেবা প্রদানের সুবিধার্থে এর আগেও নর্থ-ওয়েষ্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের আওতাধীন ভেড়ামারা ৪১০ মেগওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের উদ্দ্যোগে কোভিট-১৯ মোকাবেলায় এলাকার দিনমজুর, গরীব ও অসহায় মানুষের সাহায্যার্থে ১৫শ বস্তা খাদ্য সামগ্রী, অত্র বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব ল্যাবে তৈরীকৃত ৯ হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার, কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনায় আক্রান্তদের চিকিৎসাসেবা প্রদানের সুবিধার্থে ৫টি হাই ফ্লো নেজাল ক্যানুলা ও ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়।