করোনা আক্রান্তদের জন্য ফ্রি অক্সিজেন সিলিন্ডার দেবে বন্ধু মহল’৭৬
————————————————————————–
এম এন সরদার।। সাম্প্রতিক সময়ে ঈশ্বরদী উপজেলায় করোণা ও উপসর্গ নিয়ে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মানবিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহন করেছে ঈশ্বরদীর বন্ধুমহল ‘৭৬।
আজ ২৭ জুলাই’২১ সকালে শহরের স্টেশন রোডের পাল সুইটসে এসংক্রান্ত এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঈশ্বরদীর করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বন্ধু মহলের নিজস্ব অর্থায়নে সাধ্যমত অক্সিজেন সিলিন্ডার ক্রয় করে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানে প্রদান ও বন্ধু মহলের মাধ্যমে করোনা আক্রান্তদের অক্সিজেন সেবা প্রদানের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
আলোচনায় অংশ গ্রহণ করেন বন্ধু মহল’৭৬ এর সদস্য ঈশ্বরদী পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা, অবসরপ্রাপ্ত পোস্টাল ইন্সপেক্টর নুরুজ্জামান মন্টু, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংসন সম্পাদক ও ডিডিপির চেয়ারম্যান এস এম রাজা, সাপ্তাহিক ঈশ্বরদী বার্তা সম্পাদক আবদুল আজিজ খান, অবসরপ্রাপ্ত বিদ্যুৎ প্রকৌশলী ওহিদুজ্জামান ঝন্টু, অবসরপ্রাপ্ত একাউন্ট অফিসার আহাম্মদ আলী, কৃষি অফিসার শহীদুল ইসলাম, ব্যাবসায়ী রেজাউল করিম রেজা বিশ্বাস, মাধব পাল, সাইফুর রহমান ডালু, আতিয়ার রহমান, ময়েজ উদ্দীন, কবি ও কলামিস্ট নুরুল ইসলাম বাবলু প্রমুখ।
সভায় ঈশ্বরদীবাসীকে মহামারী করোনার ভয়াবহতা বিবেচনা করে নিজের ও পরিবারের সুরক্ষার জন্য সতর্কতা ও স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানানো হয়।