মৌসুমি আকতার, নারায়নগঞ্জ থেকেঃ
-
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বাইতুস সালাত জামে মসজিদের এসি বিস্ফোরিত হয়েছে। এতে ৩৭ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
গতকাল শুক্রবার এশার নামাজ শেষে পৌনে ৯টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। জানা যায়, মসজিদের এসি বিস্ফোরণে মুহূর্তের মধ্যে ভেতরে থাকা ৩০ থেকে ৪০ জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কার আগে কে বের হবেন তা নিয়ে হুড়োহুড়ি শুরু হয়ে যায়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম দ্রুত মসজিদে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। বিস্ফোরণের পর পরই ভেতরে যারা ছিলেন তারা আহত অবস্থায় হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন। তাদের অনেকেই দগ্ধ ও আহত হন। গতকাল রাতে এই রিপোর্ট লেখার সময় মসজিদের সামনে লোকজনের ভিড় ছিল। তাছাড়া পুলিশ চারদিক থেকে মসজিদ ঘিরে রাখে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ করছিলেন। তারা বিস্ফোরণে দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পৌঁছে দেয়।