ঈশ্বরদীতে করোনা ভাইরাস সংক্রমন বিস্তার রোধে উপজেলা প্রশাসনের জন সচেতনতামূলক কার্যক্রম শুরু ।। প্রথম দিনেই ৮ মামলা
——–
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। ঈশ্বরদী উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমন বিস্তাররোধে জন সচেতনতা সৃষ্টি ও স্বাস্থ্যবিধি মেনে চলায় আন্তঃরিক হতে বাধ্য করার জন্য ঈশ্বরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। আজ ২৪ জুন’২১ সকাল থেকে প্রায় একটানা ৮ ঘন্টা উপজেলার বিভিন্নস্থানে জনসাধারনের মধ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, মাইকিং এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ঈশ্বরদী বাজার, রেলওয়ে গেট, রূপপুর, দাশুড়িয়া, নতুনহাট সহ বিভিন্নস্থানে মাইকিং মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণের পাশাপাশি দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৮ টি মামলার মাধ্যমে ১৯ শ টাকা জরিমানা আদায় করা হয় মাস্ক ব্যবহার না করা সহ স্বাস্থ্যবিধি অমান্য করার অপরাধে। ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পি এম ইমরুল কায়েস ভ্রাম্যমান আদালত পরিচালনা, মাইকিং মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস ঈশ্বরদীর সকল জন সাধারণকে নিরাপদে থাকার জন্য মাস্ক ব্যবহার ও নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। তিনি বিনা প্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানান অন্যথায় স্বাস্থ্যবিধি অমান্য করার অপরাধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা ।