এস এম রাজা।। গত মে’২১ মাসে পাবনা জেলা পুলিশ অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে। বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জে পাবনা জেলা পুলিশ শ্রেষ্ঠ জেলা হওয়ার সম্মান অর্জন করেছে। সেই সাথে এই জেলার কর্ণধার পাবনা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন। গত মে’২১ মাসে রাজশাহী রেঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও কর্তব্য পালনে সামগ্রিক বিবেচনায় গ্রেফতারি পরোয়ানা তামিল, ইউডি মামলা নিঃস্পত্তি, নন এফআইআর প্রসিকিউশন মামলা নিঃস্পত্তি, মাদক ও অস্ত্র উদ্ধার, সাধারণ ডাইরী নিঃস্পত্তি, নারী ও শিশু হেল্পডেক্সে সাড়া প্রদান প্রভৃতি কর্মকান্ডের মূল্যায়ন হিসেবে এই শ্রেষ্ঠত্বের সম্মান প্রদান করা হয়েছে। গত ১২ জুন’২১ অনলাইনে অনুষ্ঠিত রাজশাহী রেঞ্জ পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন বিপিএম, পিপিএম এ’ঘোষণা প্রদান করেন। পাবনা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম এই অসাধারণ কৃতিত্ব অর্জনের জন্য পাবনা জেলা পুলিশের সকল অফিসার, ফোর্স এবং পাবনা জেলা বাসিকে কৃতিত্বের অংশীদার হিসেবে উল্লেখ করেছেন। তিনি পাবনা জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নের জন্য সকল মহলের একান্ত সহযোগীতা কামনা করেছেন। ওদিকে, পাবনা জেলা পুলিশের ঈশ্বরদী সার্কেল মে’২১ মাসে জেলা পুলিশের মধ্যে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে। গত ১৩ জুন’২১ পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মে’২১ মাসে সংঘটিত বিভিন্ন অপরাধ ও আইন শৃঙ্খলা বিষয়ে পর্যালোচনা করে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য শ্রেষ্ঠত্বের সম্মাননা স্মারক ও পুরষ্কার প্রদান করা হয়। এই পুরষ্কার প্রাপ্তির তালিকায় ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফিরোজ কবির জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, ঈশ্বরদী থানার এসআই মোঃ নাসির উদ্দিন শ্রেষ্ঠ এসআই, জেলার বিশেষ শাখার এসআই মোহাম্মদ আলী শ্রেষ্ঠ ডিএসবি অফিসার, ঈশ্বরদী থানার এএসআই আল মামুন সরদার বিশেষ পুরষ্কার পেয়েছেন।
পাবনা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম পুরষ্কার প্রাপ্তদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরষ্কার সম্মাননা ক্রেষ্ট তুলে দেন। পাবনা জেলা পুলিশের এই অসাধারণ কৃতিত্ব অর্জনের জন্য পাবনা বাসির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।