ঈশ্বরদীর তরুন ও যুবকদের সমন্বয়ে গড়ে উঠা অনলাইন সামাজিক সংগঠন ” মানবতার সংগ্রামে ঈশ্বরদী ” ফেসবুক গ্রুপের মাধ্যমে দফায় দফায় অসহায় পরিবারের কাছে ঈদ খাদ্য সামগ্রী পোঁছে দিচ্ছে সংগঠনটির সদস্যরা। রাস্তায় প্যাডোল চালিত রিক্সা, ভ্যান চালক সহ বয়স্ক বৃদ্ধাদের হাতে তুলে দিচ্ছে চাউল, ডাউল, সেমাই, চিনি, লবন,তেল, দুধ, আটা,আলু, পেয়াজ, রসুন, মরিচ দিয়ে প্যাকেট করা ঈদ খাদ্যসামগ্রী। সংগঠনটি ঈদের দিনও বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে বলা জেনেছে আমাদের সংবাদকর্মী।
বিগত অনেক গুলো বছর ধরে এই সামাজিক সংগঠনটি ঈশ্বরদী বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে ঈশ্বরদীতে দুস্থ অসহায় মানুষদের কল্যানে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত করে চলেছে।
সংগঠনটির উদ্দোক্তা ও পাবনা জর্জ কোটের আইনজীবি এ্যাডভোকেট আল আমিন বলেন আমরা প্রথম দিকে ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে সামাজিক কার্যক্রম গুলো করে থাকি সেই ধারাবাহিকতায় বর্তমানে করোনাকালীন সংকটের কথা চিন্তা করে আমাদের ঈদ ইভেন্ট নতুন জামার পরিবর্তে ঈদ খাদ্য সামগ্রী নামে নতুন ইভেন্ট বাস্তবায়িত করছি। ঈদ ব্যাতীতও বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের কল্যানে দৌড়ে যাওয়ায় আমাদের সদস্যদের দায়িত্ব। সামনে দিনে আরও কল্যানকর কাজে ভূমিকা রাখতে সকল শ্রেনী পেশার মানুষের সহযোগিতা ও দোয়া চেয়েছেন গ্রুপের সদস্যরা।