ঈশ্বরদী উপজেলা সংবাদদাতা।। আজ বেলা আনুমানিক বারোটার সময় ঈশ্বরদী পাবনা সড়কের বি এস আর আই এর সামনে দ্রুতগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী তুষার (৩০) ঘটনা স্থলেই মৃত্যুবরণ করেছে। সে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের মুলাডুলি গ্রামের নান্টু মণ্ডলের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত তুষার বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ঈশ্বরদী বাজারে কেনাকাটার জন্য আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্লেখিত স্থানে বিএসআরআই এর সীমানাপ্রাচীরের সাথে প্রচন্ড বেগে ধাক্কা খায়। এতে সে ছিটকে পড়ে মাথায় ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হয় এবং প্রচণ্ড রক্তক্ষরণ হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই সে মৃত্যুবরণ করে। প্রত্যক্ষ দর্শীরা জানায়, নিহত মোটরসাইকেল আরোহী তুষার বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালিয়ে বিএসআরআই এর রাস্তা অতিক্রম করার সময় স্পিডব্রেকার লক্ষ্য না করার কারণে প্রচণ্ড ধাক্কা খেয়ে ছিটকে পড়ে দেয়ালে আঘাত প্রাপ্ত হয় এবং এতেই সে গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মৃত্যুবরণ করে। আকস্মিক এই দুর্ঘটনায় তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।