এম এন সরদার।। মহামারি করোনার বলি হলো ঈশ্বরদীর কৃতি সন্তান মঈনুল হাসান রতন (৫২)। আজ ১১ এপ্রিল’২১ সকাল পৌনে ৯টার দিকে ঢাকার ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। (ইন্নালিল্লাহী—– রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব রেখে গেছেন। জানা গেছে, ঈশ্বরদীর এই কৃতি সন্তান নাটোরের শিংরা উপজেলার শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় করোনায় আক্রান্ত হন। গতকাল ১০ এপ্রিল’২১ বিকেলে পাবনা জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নিয়ে গিয়ে ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু ঘটে। মরহুম মঈনুল হাসান রতন সাংবাদিক কলামিষ্ট ও লেখক ইয়াহিয়া নয়নের ছোট ভাই। মিষ্টভাষী সদালাপি মঈনুল হাসান রতনের মৃত্যুতে ঈশ্বরদীতে যেমন শোকের ছায়া নেমে এসেছে তেমনিই শোকাহত হয়ে পড়েছেন শিক্ষা বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীগণ। এইদিকে সাপ্তাহিক জংসন ও ডিডিপি পরিবারের পক্ষ থেকে মঈনুল হাসান রতনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাপ্তাহিক জংসন সম্পাদক ডিডিপির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক কবি কলামিষ্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফি সাধক গুরুজি এস এম রাজা। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।