এম এন সরদার।। অপহরণের ৬ দিন পর অপহৃতা রুশিয়াকে পাবনা থেকে উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। গত ২০ আগস্ট’২০ সকাল সাড়ে দশটায় পাকশী চন্দ্রপ্রভা বিদ্যাপীটের নিকট থেকে একদল সন্ত্রাসী মাইক্রোবাস ভীড়িয়ে তাকে অপহরণ করে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শেখ নাসির উদ্দিন জানান, পাকশী ইপিজেড সংলগ্ন এলাকায় বসবাসকারী এবং সাহাপুর ইউনিয়নের মহাদেবপুর পূর্ব পাড়া গ্রামের আরিফুল ইসলাম আরিফের মেয়ে রুশিয়া(১৪) প্রতিদিনের মত প্রাইভেট পড়ে বাসায় আসার পথে একদল সন্ত্রাসী মাইক্রো বাসে করে ঘটনাস্থলে এসে জোরপূর্বক রুশিয়াকে মাইক্রো বাসে উঠিয়ে নিয়ে চলে যায়। এরপর রুশিয়ার অভিভাবকরা বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে না পাওয়ায় গত ২৪ আগস্ট’২০ রুশিয়ার মা জেসমিনআরা বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করে। এই মামলায় সাতজন নামীয় আসামি সহ অজ্ঞাত কয়েক জনকে আসামী করা হয়েছে। এই মামলার তদন্তকারী অফিসারের দায়িত্ব দেয়া হয় এসআই সাইফুল ইসলামকে। তিনি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ আগস্ট’২০ বিকেলে পাবনা শাপলা চত্বর থেকে তাকে উদ্ধার করে। এই মামলার দুই নম্বর আসামি আরজু (৪৫) ও সাত নম্বর আসামি রাশাকে (২৪) পুলিশ গ্রেফতার করে পাবনা জেল হাজতে প্রেরণ করেছে। অন্যদেরও গ্রেফতার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ সেখ নাসির উদ্দিন জানিয়েছেন। ইতিমধ্যেই উদ্ধারকৃত পাকশী রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী রুশিয়া পাবনা ম্যাজিস্ট্রেটের নিকট জবানবন্দি দিয়েছেন।