সীমিত পরিসরে বন্ধু মহল’৭৬ এর ঈদ পূনরমিলনী অনুষ্ঠিত
——————————————————————
এম এন সরদার।। আজ ২২ জুলাই বিকেলে ঈশ্বরদী স্টেশন রোডস্হ বনলতা কফিশপে বন্ধুমহল ছিয়াত্তরের সীমিত পরিসরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। পুনর্মিলনী অনুষ্ঠানে বন্ধু মহলের মধ্যে শুভেচ্ছা বিনিময় সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। আলোচনায় অংশগ্রহণ করেন ছিয়াত্তরের সদস্য ঈশ্বরদী পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহক আলী মালিথা, অবসরপ্রাপ্ত পোস্টাল ইন্সপেক্টর নুরুজ্জামান মন্টু, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা, বিআরডিবির অবসরপ্রাপ্ত ডিরেক্টর আরিফ জুলফিকার, চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরীর অবসরপ্রাপ্ত একাউন্টস অফিসার আহাম্মদ আলী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত প্রকৌশলী ওহিদুজ্জামান ঝন্টু, রাজনীতিবিদ মাহবুব মোর্শেদ খান জেম, সাংবাদিক ও শিক্ষক আবদুল আজিজ খান, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী আতিয়ার রহমান,সাইফুর রহমান ডালু, মংলা পোর্টের অবসরপ্রাপ্ত সিকিউরিটি অফিসার সাদেক খান, বিশিষ্ট ব্যবসায়ী আসলাম উদ্দিন মল্লিক, ব্যবসায়ী মাধব পাল, আতিয়ার রহমান, পান্না হোসেন, ময়েজ উদ্দিন, আব্দুল খালেক, মাওলানা জাহিদুল ইসলাম, সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত জিএম গোলজার হোসেন খান, আকমল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম মিলন প্রমুখ। এর আগে ঈশ্বরদীসহ সারা বিশ্ব থেকে মহামারী করোনা মুক্তির জন্য মহান রাব্বুল আলামিনের কাছে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বন্ধু মহলের অন্যতম সদস্য মাওলানা জাহিদুল ইসলাম।
উল্লেখ্য, বন্ধু মহল’৭৬ এর যে সকল সদস্য ঈশ্বরদীর বাইরে অবস্থান করার কারনে পুনর্মিলনীতে অংশগ্রহণ করতে পারেনি তাদের শুভেচ্ছা জানানো হয়েছে এবং সবার জন্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে।