ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক
সাংবাদিক মামুনুর রহমান মামুন সড়ক দুর্ঘটনায় আহত
সংবাদদাতা।। ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক,
কাজী এগ্রো টেলিভিশনের পাবনা বিশেষ প্রতিনিধি ও দৈনিক আলোকিত সকাল পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধ, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি পাবনা জেলা সভাপতি তরুণ সাংবাদিক মামুনুর রহমান মামুন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা উত্তরার ১৭ গরীব
ই নেওয়াজ এভিনিউ ১১ নাম্বার সেক্টরের শিন-শিন জাপান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত (৩ সেপ্টেম্বর) শনিবার বিকেল ৫ টায় পাকশী রোডের সাড়া গোপালপুর এলাকায় অটোতে করে যাওয়ার পথে ঈশ্বরদীর দ্বিতীয় রেলগেট পার হওয়ার সময় সিএনজির সাথে অটোর মুখোমুখি সংঘর্ষে সাংবাদিক মামুনুর রহমান মামুন গুরুতর আহত হন। আহত অবস্থায় জরুরি ভাবে তাকে প্রথমে পাবনা হাসপাতালে ও পরের দিন ঢাকার শিন-শিন জাপান হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার ডান পায়ে অপারেশন করানো হয়েছে বলে জানান তার পরিবার।
সাংবাদিক মামুনুর রহমান মামুনের পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চেয়েছেন। এদিকে সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মামুনুর রহমান মামুনের আশু সুস্থতা কামনা করেছেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় পরিষদের সদস্য সচিব সাপ্তাহিক জংসন সম্পাদক ডিডিপির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক কবি কলামিষ্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফী সাধক এস এম রাজা, ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাবের সভাপতি রিফাত বিশ্বাস লালন, ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম ফেরদৌস, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি হাফিজুর রহমান হাফিজ, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, সাপ্তাহিক সমকোণ পত্রিকার স্টাফ রিপোর্টার ও বিবিসি একাত্তর ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি মো. মুশফিকুর রহমান, সাপ্তাহিক সমকোণ পত্রিকার নির্বাহী সম্পাদক সিরাজুল ইসলাম রোহান, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের সম্মানিত সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রিপন, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন ঈশ্বরদী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম নিক্কন, দৈনিক উন্নয়নের কথা পত্রিকার স্টাফ রিপোর্টার রাজিব পাটোয়ারী সহ আরও অনেকের পক্ষ থেকে আল্লাহ পাকের নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে সাংবাদিক মামুনুর রহমান মামুনের জন্য।