স্টাফ রিপোর্টার :
সাংবাদিক থেকে পুলিশ কর্তা হাসান শামীম ইকবাল। পুলিশের এসআই থেকে পেশাদারিত্ব এবং দক্ষতার সাথে পদোন্নতি পেয়ে ওসি-এএসপি এবং ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার পদে চ্যালেঞ্জিং দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন। জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত এই কর্মকর্তা অবসরে গেছেন।
এ উপলক্ষে সোমবার (২৫ সেপ্টেম্বর) নাটোর জেলা সিআইডির কার্যালয়ে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। স্বাভাবিক অবসর গ্রহণ উপলক্ষে হাসান শামীম ইকবালকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিদায় সভায় সভাপতিত্ব করেন জ্যৈষ্ঠ পুলিশ পরিদর্শক নূর হোসেন। এসময় সিআইডি নাটোর জেলার সকল স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন। বিদায়ী কর্মকর্তার বর্ণিল কর্মময় ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন সিআইডি কর্মকর্তারা। তার পেশাগত ও ব্যক্তি জীবনের নানা দিক এবং বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উন্নয়নে তার অসামান্য অবদানের কথা তুলে ধরেন।
সাংবাদিক রতন ইকবাল পুলিশ বিভাগে যোগদানের পূর্বে ডেইলি অবজারভার, সাপ্তাহিক খবর এবং ডেইলি নিউজে কর্মরত ছিলেন। ১৯৮৯ সালে পুলিশের এসআই পদে যোগদান করেন। এরপর ২০০৪ সালে পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পেয়ে ডিবি ঢাকাসহ উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ ১২টি থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে সিআইডি বগুড়া ও সিরাজগঞ্জে দায়িত্ব পালন করেন। ২০২২ সালে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে সিআইডি নাটোর জেলার ইনচার্জ হিসেবে যোগদান এবং একবছর পরই স্বাভাবিক অবসরে গেলেন। হাসান শামীম ইকবাল পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৪ সালের ৩০ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন।
বিদায় সভায় বক্তারা বলেন, তিনি বাংলাদেশ পুলিশের যেসব ইউনিটে কাজ করেছেন সেখানেই সাফল্যের চিহ্ন রেখে গেছেন। চ্যালেঞ্জিং দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ও মর্যাদা বৃদ্ধি করেছেন।
বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার হাসান শামীম ইকবাল তার অনুভূতি ব্যক্ত করে বলেন, চাকরি জীবনে আমি সিনিয়র-জুনিয়র সব কর্মকর্তার সার্বিক সহযোগিতা পেয়েছি। তিনি সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ পুলিশকে আরও এগিয়ে নেওয়ার নিরন্তর প্রয়াস অব্যাহত রাখার জন্য সব সহকর্মীর প্রতি আহ্বান জানান। তাকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা জানানোর জন্য সিআইডি নাটোর জেলার সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।