ঈশ্বরদীতে সন্তানের অপকর্ম ঢাকতে সাংবাদিকদের পিটিয়ে এলাকা ছাড়া করার ঘোষনা নূরুন্নাহারের
স্টাফ রিপোর্টার।। সন্তানের টাকা আত্মসাতের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করায় সাংবাদিকসহ ভুক্তভোগীদের পিটিয়ে এলাকা ছাড়া করার ঘোষনা দিয়েছে ঈশ্বরদীতে কৃষি পদক প্রাপ্ত কৃষানী নূরুন্নাহার।
এমন ই একটি অডিও কল রেকর্ড কাপিয়ে বেড়াচ্ছে নেট দুনিয়া।
ভাইরাল হওয়া কল রেকর্ডের তথ্যানুযায়ী, অভিযুক্ত কৃষানী নূরুন্নাহার হাফিজ নামের এক ভুক্ত ভোগী যুবক কে ফোন করে তার ছেলে রায়হান কবির হিরকের বিরুদ্ধে কেন সংবাদ সম্মেলন করেছে জানতে চান। সে সময় নূরুন্নাহার হাফিজকে উদ্দেশ্য করে বলেন আমার ছেলেই কি সব টাকা নিয়েছে?
জবাবে হাফিজ হ্যাঁ বললে, নূরুন্নাহার ক্ষিপ্ত হয়ে হাফিজসহ ভুক্তভোগী সবাইকে গালাগাল দিতে শুরু করেন। সে সময় নূরুন্নাহার হাফিজের বিরুদ্ধে একটি হত্যা মামলা করবেন বলেও হুমকি দেন।
কথার এক পর্যায়ে নূরুন্নাহার গালাগালসহ লাথিদিয়ে পেট ফাটিয়ে দেবেন উল্লেখ করে বলেন, আমার ছেলে হিরকের বিরুদ্ধে কেউ আঙ্গুল উচু করলে আমি তার আঙ্গুল ভেঙ্গে ফেলব।
এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, কোন সাংবাদিক আসবে আমার কাছে আসুক। যে সাংবাদিকই আসুক তাকে পিটিয়ে ( বিশ্রী ভাষায়)… করবেন বলেও তিনি দম্ভের সাথে উল্লেখ করেন।
তার এমন কুরুচিপূর্ণ কল রেকর্ড মঙ্গলবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার এহেন আচরণ এবং তার ছেলে কর্তৃক রুপপুর পারমানবিকে চাকরি দেওযার নামে যে ৪১ জন যুবকের থেকে প্রায় আঠারো লক্ষ টাকা আত্মসাত করেছেন সেটাতে নূরুন্নাহারের যোগসাজশ আছে বলেও মন্তব্য করছেন সাধারণ জনতা।