সড়ক দুর্ঘটনায় ঈশ্বরদীর ক্ষুদে বিজ্ঞানী নিহত
———
মুনমুন আক্তার ।। আজ ৭ মে’২৪ দুপুরে পাবনা-দাশুড়িয়া মহাসড়কের কালিকাপুর সেভেনস্টারের সামনে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে তারিফ মাহমুদ (১৯) নামের একজন ক্ষুদে বিজ্ঞানী নিহত হয়। সে ঈশ্বরদীর বকুলের মোড়ের মৃত আব্দুস সালাম’র ছেলে।
জানা গেছে, দাশুড়িয়া থেকে পাবনাগামী একটি সিএনজি উল্লেখিত স্থানে এসে থেমে থাকা ট্রাকের সাথে সজোড়ে ধাক্কা দিলে সিএনজির সামনে বসে থাকা তারিফ মাহমুদ গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় তারিফ মাহমুদকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তর করে এবং ঢাকা নেয়ার পথেই তারিফ মাহমুদের মৃত্যু ঘটে।
তাঁর অকাল মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, নিহত তারিফ মাহমুদ ২০২১ সালে কম খরচে অক্সিজেন সাপ্লাই আবিস্কার করে ঈশ্বরদী সহ সারা বাংলাদেশে রীতি মতো আলোড়ন সৃষ্টি করে। তার এই আবিস্কারে সে শেখ রাসেল শিশু পদকে ভূষিত হয়েছিলো। সে ঈশ্বরদীর ক্ষুদে বিজ্ঞানী হিসেবে পরিচিত।