পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহী থেকে এবারও ঢাকার উদ্দেশ্যে ক্যাটেল ট্রেনের যাত্রা শুরু হলো। সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে এই ট্রেনের উদ্বোধন করা হয়। প্রথম দিনে ১২০টি গরু নিয়ে ক্যাটল ট্রেন ঢাকা উদ্দেশ্যে রওনা দেয়। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে ৮০ টি, রাজশাহী থেকে ২০ টি, ও বড়াল ব্রীজ থেকে ২০টি গরু উঠানো হয়। ১৬০টি গরুর ধারণক্ষমতা নিয়ে এই ট্রেনের যাত্রা শুরু হয়। আরটিও অয়াগনে ২০টি করে গরু ধারণ ক্ষমতা রয়েছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্রে জানাযায়, বিশেষ এ ট্রেনে গরু, মহিষ, ছাগল, ভেড়া পরিবহন করা হবে। আগামী ১৯ জুলাই পর্যন্ত এ ট্রেন চলাচল করবে। ব্যবসায়ীরা বিক্রির জন্য নিয়ে আসতে পারেন এজন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে এই বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
গত বছরও ব্যবসায়ীদের সুবিধার জন্য এই ক্যাটেল স্পেশাল ট্রেন চালু করা হয়। তবে ব্যবসায়ীদের আগ্রহ না থাকায় মাত্র একদিন চলাচল করেছিল এ ট্রেন।