লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা।।
নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুরে আগুন জ্বালিয়ে ভীমরুলের বাসা ভাঙ্গতে গিয়ে একটি বাড়ী পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহাঙ্গীর আলমের বাড়ীতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গৌরীপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহাঙ্গীর আলমের বাড়ীর রান্না ঘরে ভীমরুলের বাসা ছিল। ভীমরুলের কামড়ে দুজন আহত হয়। ভীমরুলের কামড়ের ভয়ে বাড়ীর মহিলাসহ সদস্যরা রান্না ঘরে যেতে ভয় পেতো। আজ সকালে আগুন জ্বালিয়ে ভীমরুলের বাসা ভাঙ্গতে গিয়ে অসাবধানঃবশত ঘরে আগুন ধরে যায়। সে আগুন বাড়ির অন্যন্য ঘরেও ছড়িয়ে পড়ে সাতটি ঘর পুড়ে যায়। খবর পেয়ে লালপুর ও ঈশ্বরদী ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।এতে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে বাড়ীর মালিক জাহাঙ্গীর আলম জানান।
স্থানীয় ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।