লালন দর্শন ও শব্দ চয়ন বিষয়ক আলোচনা অনুষ্ঠিত
এম এন সরদার।। গত শুক্রবার সকালে অতি সীমিত পরিসরে লালন দর্শন ও শব্দ চয়ন বিষয়ক আলোচনার আয়োজন করা হয় গুরু আশ্রমে। ডিডিপি ও গুরু আশ্রমের চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার ও শিল্পী এস এম রাজার সভাপতিত্বে আলোচনা করেন ঈশ্বরদী সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রধান রবিউল ইসলাম, শব্দ ও ভাষা তাত্ত্বিক, সংগীতজ্ঞ ও লালন গবেষক তারিফ হোসেন, কবি প্রাবন্ধিক ও সমালোচক হাসান আহমেদ চিশতি, পাবনা কাদরিয়া দরবার শরীফের পীর সূফী জয়নাল শাহ ও মাল্টিমিডিয়ার উচ্চ পদস্হ কর্মকর্তা পরিতোষ পাল। সভাপতি আলোচনা কালে বলেন, আমাদের দেশের সংখ্যা গরিষ্ঠ লালন গীতির গায়ক অসুদ্ধ উচ্চারণে গান পরিবেশন করে। যার কারনে মূল বক্তব্য পরিবর্তন হয়ে যায়। অধ্যাপক রবিউল ইসলাম বলেন, না জানার কারনে এমন ঘটনা ঘটে থাকে। গবেষক তারিফ বলেন, একারনেই শব্দকে ভেঙে ভেঙে বুঝানোর চেষ্টা করছি। যাতে সবাই বুঝতে পারে। হাসান চিশতি বলেন, বেশির ভাগ বাউল শিল্পী লালনের দর্শন না বুঝে গান হিসেবে শুধু পরিবেশন করে থাকে। পীর জয়নাল শাহ বলেন,লালনকে যারা বোঝে না তারাই বিরুপ সমালোচনা করে।