লকডাউন অমান্য ও সরকারি কাজে বাধা দেয়ায় ঈশ্বরদীতে ১ জনের ৭দিনের জেল ২ জনের ৭ ‘শ টাকা জরিমানা
————————————————————————
ঈশ্বরদী উপজেলা সংবাদদাতা।। আজ ১ জুলাই ‘২১ দুপুরে সারাদেশে সর্বাত্মক লকডাউনের প্রথম দিনে দাশুড়িয়া বাজারে লকডাউন অমান্য ও সরকারি কাজে বাধা দেয়ায় নিলয় (২৪) নামে এক জনকে ৭ দিনের জেল এবং ১ জনকে ৫ ‘শ ও ১জনকে ২’শ টাকা জরিমানা করা হয়েছে।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পি এম ইমরুল কায়েস পরিচালিত ভ্রাম্যমান আদালত এই শাস্তি প্রদান করেন।
সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন কার্যকর করার নিমিত্তে ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিএম ইমরুল কায়েস সকাল থেকেই ভ্রাম্যমান আদালত পরিচালনা ও তদারকি করেন। এসময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাকে সহযোগিতা করেন।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।