রূপপুর সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর আয়োজনে পালিত হলো ঐতিহাসিক মাধপুর দিবস
স্টাফ রিপোর্টার।।
১৯৭১ সালে পাবনার মাধপুরে পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন রূপপুরের বেশ কয়েক জন কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা রাজু,রাজ্জাক,ওহিদ,নবাব,নুরু,গফুর সহ অনেকে। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছরের ন্যায় এবারো রূপপুর সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠি দিবসটি পালনের উদ্দেশে বিভিন্ন কর্মসূচি গ্রহন করে। সকালে জাতীয় ও শোক পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, নিরবতা পালন,শহীদের কবরে শ্রদ্ধাঞ্জলী নিবেদন ও দোয়া মহাফিলের আয়োজন করে।এতে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস, এসিল্যান্ড টি এম রাহসিন কবির,বীরমুক্তি যোদ্ধা আব্দুল খালেক,বীরমুক্তি যোদ্ধা মোঃ রশীদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুল ইসলাম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান,পাক্শী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুজ্জামান পিন্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল বাসার,শহীদ রাজুর ছোট ভাই সাজেদুল ইসলাম শাহীন সহ অন্যান্য মুক্তিযোদ্ধা বৃন্দ, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।অনুষ্ঠান সঞ্চলনা করেন রূপপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও রূপপুর সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর ওস্তাদ মোঃ মাসুদ রানা। শিল্পী গোষ্ঠীর পরিচালনা পরিষদের সভাপতি, সম্পাদক অন্যান্য সদস্যবৃন্দ ও ছাত্র ছাত্রীরা এসময় উপস্থিত ছিলেন।