যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় ঈশ্বরদীতে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
———
এস এম রাজা।। যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় আজ ১৫ আগষ্ট ‘২২ ঈশ্বরদীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে সরকারি-বেসরকারি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রিড়া সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিলো পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, মিলাদ ও দোয়ার মাহফিল, রক্তদান, র্যালী ইত্যাদি। সকালে আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও শোক পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস,সাবেক সংসদ সদস্য বীরমুক্তি যোদ্ধা মুন্জুর রহমান বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা মোঃ রশীদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা শহিদুজ্জামান নাসিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক ও মেয়র ইছাহক আলি মালিথা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব, যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস, জাতীয় শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর হোসেন, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদ রানা, যুগ্ম আহবায়ক সজিব মালিথা, ছাত্র লীগ সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময় সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন সমূহের নেতা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যদিকে, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপজেলা প্রকৌশলীর দপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সাহিত্য সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথক কর্মসূচি পালনের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।