এস এম মুনমুন।। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর কোষাধ্যক্ষ আলহাজ্ব খায়রুজ্জামান কামাল বলেছেন, বর্তমানে অত্যাধুনিক প্রযুক্তির যুগে সারা বিশ্ব এখন হাতের মুঠোয়। তাই মফস্বল কিংবা গ্রামীণ সাংবাদিকতা বলে আলাদা ভাবে কোনো মূল্যায়ন করা হয় না। আজ ৩ অক্টোবর’২২ বিকেলে ঈশ্বরদীস্থ বিএসআরআই প্রশিক্ষণ মিলনায়তনে অনুষ্ঠিত সাংবাদিক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সিনিয়র সাংবাদিক মোস্তাক আহমেদ কিরণের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তৃতা করেন বিএসআরআই-এর ভারপ্রাপ্ত মহাপরিচালক কবি ড. কুয়াশা মাহমুদ, সাপ্তাহিক চেতনায় ঈশ্বরদী’র সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাপ্তাহিক জংসন সম্পাদক ডিডিপির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা, ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক আমান, ঈশ্বরদী প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম আবুল বাসার, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, আবুল হাশেম, লালপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, লালপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব শহিদুল হক শাহীন, বাংলাদেশ শিক্ষক সমিতি’র ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি মোঃ ফজলুল হক, সাপ্তাহিক জনদৃষ্টি’র সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাপ্তাহিক প্রথম সকালে’র সম্পাদক মহিদুল ইসলাম, দৈনিক বীর বাংলা’র সম্পাদক ওহিদুজ্জামান টিপু, শিক্ষক আব্দুল মতিন প্রমূখ। ঈশ্বরদীতে কর্মরত সাংবাদিকদের ব্যানারে আয়োজিত এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক খন্দকার মাহবুবুল হক দুদু। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণে সহযোগিতা করার আশ্বাস দেন। আয়োজকদের পক্ষ থেকে প্রধান অতিথি ও সভাপতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও ঈশ্বরদীর জাতীয় পদক প্রাপ্ত কৃষকরা প্রধান অতিথিকে ফল ও সবজি উপহার দেন। অনুষ্ঠানে ঈশ্বরদীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।