ভাঙ্গুড়া থেকে বিকাশ কুমার চন্দ।।
বাংলাদেশ পজা উদযাপন পরিষদ ভাঙ্গুড়া পৌর ও উপজেলা কমিটির এক যৌথ সভা স্থানীয় দঃমেন্দা দূর্গা ও কালী বাড়ী চত্বরে আজ রবিবার দূপুর ১২ টার সময় অনুষ্ঠিত হয়।
দঃমেন্দা শ্রী শ্রী দূর্গা ও কালীবাড়া মন্দির কমিটির আয়োজনো অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মলয় কুমার দেব।
পৌর পৌর পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সংগঠ ও বিশিষ্ট পৌরহিত প্রদীপ কুমার গোস্বামীর সঞ্চালনায় সূচনা বক্তব্য দেন সভাপতি মলয় কুমার দেব।
এ সময় বক্তব্য দেন সর্ব উপজেলা ও পৌর পূজা উদযাপন নেতৃবৃন্দ ভাঙ্গুড়া বাজার দূর্গা মন্দির পক্ষে নির্মল কুমার রায়, মাবোলা দূর্গা মন্দির কমিটির পক্ষে রনজিত কুমার হালদার, দুলাল চন্দ্র সরকার, গঁজার মারা দূর্গা মন্দির দ্বিপক কুমার সরকার, পৌর পূজা কমিটির প্রচার সম্পাদক বিকাশ চন্দ্র চন্দ, পাথর ঘাটা পূ্জা মন্ডপ কমিটির পক্ষে কমল বিশ্বাস, মিসমৈথর পূজা মন্ডপ কমির পক্ষে অলোক সরকার, দিলপাশার দূর্গমন্দির কমিটির পক্ষে তপন চক্রবর্ত্রী , উপজেলা পূজা কমিটির সাংগঠনিক সম্পাদক রাজ কুমার দত্ত,সুলতান পুর মন্ডপ কমিটির পক্ষে জ্ঞানেন্দ্রনাথ মুরারী, করতকান্দি পূজা মন্ডপের পক্ষে কালা চাঁদ সরকার, জগাতলা পূজা মন্ডপ কমিটির পক্ষে উত্তম সূত্রধর, শরৎ নগর বাজার দূর্গা মন্দির পূজা কমিটির পক্ষে নির্মল পাল, পৌর পূজা উদযাপন কমিটির সধারণ সম্পাদক সুভাষ সূত্রধর৷
সভায় সকল সনাতন ধর্মীয় নেতাই কোভিড -১৯ এর স্বাস্থ্য সুরক্ষা মনে চলার গুরুত্ব তুলে ধরেন।
উলোখ্য৷ এ বৎসর ভাঙ্গুড়া পৌর এলাকা সহ ৬টি ইউনিয়ে মোট ১৮ টি দূর্গা মন্দিরে পূজা অনুষ্টিত হবে৷।