ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় পৌরসভার মাছ বাজারে মানব দেহের ক্ষতিকর জেলি মিশ্রিত চিংড়ি মাছ সংরক্ষণ ও বাজারজাত করার অপরাধে ২জন মৎস্য ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ১০হাজার টাকা অর্থদন্ডারোপ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর)দুপুর ১২টার দিকে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বাজার মনিটরিং করার সময় পৌরসভার ভাঙ্গুড়া বাজারস্থ মৎস্য ব্যবসায়ী আলী আকবর,আনিছ আলীর দোকানে বিক্রিত ও সংরক্ষিত চিংড়ি মাছে মানবদেহের ক্ষতিকর রাসায়নিক জেলি মিশ্রিত চিংড়ি মাছ বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালতে ৫হাজার টাকা করে দু’জনকে ১০হাজার টাকা অর্থদন্ডারোপ করা হয়।এ সময় জব্দকৃত রাসায়নিক জেলি মিশ্রিত ১০ কেজি চিংড়ি মাছ মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত থেকে চিংড়ি মাছে মানবদেহের ক্ষতিকরক রাসায়নিক জেলি চিহৃিত করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা,সম্প্রসারণ মৎস্য কর্মকর্তা আলী আজম,ভাঙ্গুড়া থানা পুলিশের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মিবৃন্দ উপস্থিত ছিলেন।