ভাঙ্গুড়ায় তারাবির নামাজে ভুল ধরা কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় তারাবির নামাজে সুরা তেলাওয়াতে ভুল ধরাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সৃষ্ট সংঘর্ষে দু’জন আহত হয়ে হাতপাতালে ভর্তি হয়েছে।
ঘটনাটি ঘটেছে গতকাল ১৭ এপ্রিল রোববার রাত্রি সাড়ে নয়টার দিকে শহরের চৌবাড়িয়া হারোপাড়া মডেল স্কুল এন্ড কলেজ সংলগ্ন মসজিদে তারাবি নামায চলাকালে।
এলাকার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে খোঁজ-খবর নিয়ে জানা গেছে , তারাবির নামায চলাকালে মসজিদের ঈমাম রহমত উল্লাহ সুরা ইখলাস পড়ার সময়ে সিকান্দার হোসেন বিশ্বাস নামে এক ব্যক্তি তার উচ্চারণে ভুল ধরেন।ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় আন্দুস সালাম নামে এক ব্যক্তির সঙ্গে মন্তব্যকারী বাগবিতন্ডায় জড়িয়ে পরে। এ সময় দুপক্ষের মধ্যে উত্তোজনা চলাকালে পুনরায় নামায শুরু হলে দু’পক্ষের মধ্যে খন্ড খন্ড মারপিট শুরু হয়।ঘটনায় ফরহাদ (৪৫) ও আক্কাস আলী(৫৫) আহত হন। সংবাদ পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশের উপপুলিশ পরিদর্শক সৌরব কুমার চন্দ নেতৃত্বে আট সদস্যের একটি টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আহত আক্কাস আলী ও ফরহাদ বর্তমানে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।