ভাঙ্গুড়া সংবাদদাতা।।
পাবনার ভাঙ্গুড়ায় হাসিনুর রহমান নামের এক কৃষকের বাড়ির গোয়াল ঘর থেকে তালাবদ্ধ অবস্থায় একটি মহিষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলিপাড়া চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হাসিনুর রহমান ওই গ্রামের মৃত যদু প্রামানিকের ছেলে।
জানা গেছে, হাসিনুর রহমান পাটুলিপাড়া গ্রামের বাসিন্দা ও তিনি একজন গাড়িয়াল। দুটি মহিষ ও গাড়ি তার সংসারে সম্বল। মহিষ যোগে গাড়ি দিয়ে বিভিন্ন মানুষের মাঠের ধান বা অন্যান্য ফসল বহন করে চা পায় তাই দিয়েই তার সংসার চলে। প্রতিদিনের ন্যায় ঘটনার দিন গত সন্ধ্যা রাতে মহিষ চুরির ভয়ে মহিষ দুটি খাওয়ানোর পর গোয়াল ঘরে গলায় তালাবদ্ধ করে রেখে তিনি ঘুমিয়ে পড়েন। কিন্তু গভীর রাতে হঠাৎ গাড়ির শব্দ পেয়ে তিনি জেগে উঠে বাহিরে গিয়ে দেখে তার একটি মহিষ নেই। তখন থেকে খোঁজাখুঁজি শুরু করে তিনি বুঝতে পারেন তার মহিষটি চুরি হয়েছে। বিষয়টি জানাজানি আশেপাশে বিভিন্ন জায়গাতে খোঁজাখুঁজি করেও মহিষটির কোন হদিস মেলেনি। এতে তিনি বিমর্ষ হয়ে পড়েন। আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ টাকা।
ঘটনার বিষয়ে মহিষ মালিক হাসিনুর রহমান জানান, মহিষ চুরি যাওয়ার ভয়ে রাতে তালাবদ্ধ করে রাখতাম। তারপরেও একটি মহিষ চুরি হয়ে গেল। এখন কিভাবে গাড়ি চালাবো বুঝতে পারছি না।
ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি আলহাজ্ব মোঃ রাশিদুল ইসলাম জানান, বিষয়টি তিনি জেনেছেন এবং ওই বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।